বিষন্ন বিদায়
সুলেখা আক্তার শান্তাঃ এখন শরীরে আগের মতো শক্তি নেই। কাজ করতে হলে শক্তির প্রয়োজন। দিনদিন শরীরে কি হয়েছে কিছুই বুঝিনা। মনোয়ার স্ত্রী ভানুরে বলে, ওহিদার মা ভাত দাও। ভাত নাই। ছোট ছেলে দুইটা ভাত চাইল ওদের ভাত দিতে পারি নাই। মনোয়ারা দীর্ঘশ্বাস ছাড়ে আমি যাই মাছ ধরতে। যা মাছ পাই তা বাজারে বেইচা যে টাকা আসে, তা দিয়ে বাজার সদাই নিয়ে আসি। বাচ্চাদের মুখে তো খাবার দিতে হবে। এক ছড়া জাল কিনতে পারলে মাছ ধরা যেত ভালো। এইভাবে হাত দিয়ে ডুবাইয়া কত আর মাছ ধরা যায়! মনোয়ারের চার সন্তান তাদের নিয়ে অভাব-অনটনের মধ্যে কাটে দিন। মনোয়ারের মধ্যে কোন হায়-হুতাশ...
Read More