এ হৃদয়ে নেই তুমি
সুলেখা আক্তার শান্তাঃ ভালোবাসি দু’জন দু’জনকে। হঠাৎ একটা দমকা বাতাস এসে ভেঙ্গে দিল দুটি হৃদয়কে। এখন এ হৃদয় নেই তুমি। ভালোবাসা কি এতই ঠুনকো ছিল আমাদের দুটি হৃদয়কে করে দিল ছিন্ন। সব ভালোবাসাই হয় না পাওয়া। ভালোতো বেসেছিলে আমাকে তার অধিকার নিয়ে এটুকুই চাই তোমার কাছে। তোমার ভালোবাসার দীর্ঘশ্বাস থেকে মুক্ত করে দিও আমাকে। বাস্তব জীবনে চলার পথে, দুজনের জীবনে সঙ্গী হবে অন্য কেউ। জোনাকি আলোর মতো করে উঠবে জ্বলে, হৃদয়ে তীব্র ব্যথায় নাড়া দিবে স্মৃতি দাহন। গতিময় জীবনে চলতে গিয়ে একসময় দু’জনের হৃদয় থেকে সরে যাব দু’জন, এটাই যে বাস্তব জীবন। একাকীত্বতা সময় মনে করোনা আমায়। স্মৃতি গুলো...
Read More