Nusrat-mabonbondhon

বাংলারশিক্ষা:
ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শান্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে মাদারীপুর এনসিটিএফ। জেলা সদরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদারীপুর এনসিটিএফ সভাপতি ফাহমিদা মেহবুবা নয়নার নেতৃত্বে মানববন্ধনে এনসিটিএফএর সদস্য ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা রাফির খুনিদের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করা হয়। মানববন্ধন শেষে নুসরাত জাহান রাফির বিচার দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।