বাংলারশিক্ষা ন্যাশনাল ডেক্স:
নতুন এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪০ ধরনের কাগজপত্র লাগবে। তবে কারো কারো জন্য দুএকটি কাগজ নাও লাগতে পারে। যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের যেসব কাগজ লাগবে কমিটির মাধ্যমে নিয়োগ বা এনটিআরসিএ শুরুর আগের নিয়োগ যারা তাদের জন্য কিছু ভিন্নতা রয়েছে।
যারা স্তর পরিবর্তন তাদের কিছু ভিন্নতা রয়েছে। এই ৪০টির মধ্যে স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা ক্ষেত্রে কিছু কাগজের ভিন্নতা থাকতে পারে। মোটামুটি নিম্নবর্ণিত কাগজগুলো রেডি রাখার জন্য পরামর্শ দেয়া হলা। ইএমআইএস ও মেমিসে প্রবেশের পর জানতে ও দেখতে পারবেন সব। ৪০টি কাগজের তালিকা দেখুন। সৌজন্যে:দৈনিকশিক্ষাডটকম।